ফ্রি ব্লগস্পট টেমপ্লেট

সেরা ১০ টি ফ্রি ব্লগস্পট টেমপ্লেট

0

ব্লগার বা, ব্লগস্পট টেমপ্লেট একটি সাধারণ ব্লগকে অসাধারণ করে তুলতে পারে। ভালো মাণের কাস্টম টেমপ্লেট যোগ করলে ওয়েবসাইটের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। এই ওয়েবসাইটটিও গুগোলের ব্লগারে ছিলো , এখন ওয়ার্ডপ্রেসে আছে। আজকে আপনাদেরকে ১০ টি ফ্রি ব্লগস্পট টেমপ্লেট সম্পর্কে ধারণা দেবো এবং সেগুলো ডাউনলোডের লিংকও দিয়ে দেবো।

কাস্টম ব্লগস্পট টেমপ্লেট প্রয়োগ পদ্ধতি

ব্লগস্পট ব্লগে কাস্টম টেমপ্লেট প্রয়োগ করতে গিয়ে আমি আগে একটি ভুল করতাম। .xml ফাইল আপলোড দিতাম এবং পরে ওয়েবসাইটের লেয়াউট এলোমেলো দেখাতো। আজকে সবচেয়ে সহজ এবং ঠিক পদ্ধতি সম্পর্কে ধারণাও দেবো। 

আপনি প্রথমে ডেমো দেখে আপনার পছন্দের টেমপ্লেট বাছাই করবেন এবং সেটি ডাউনলোড করবেন। জিপ ফাইলের ভেতরে অনেকগুলো ফাইল পাবেন, সেখানে দেখবেন .xml এক্সটেনশনের একটি ফাইল আছে। সেটিকে নোটপ্যাড বা, নোটপ্যাড প্লাস প্লাস কিংবা, অন্য যেকোন টেক্সট এডিটরে ওপেন করবেন। এবারে ctrl+A চেপে পুরোটা সিলেক্ট করে ctrl+C চেপে কপি করে নেবেন।

Screenshot 1

এরপর ব্লগার ড্যাশবোর্ডের Theme এ গিয়ে সেখান থেকে HTML এ যাবেন আর সেখানে ctrl+A চেপে পুরোটা সিলেক্ট করে Backspace চেপে পুরোটাই মুছে দেবেন। এবার ctrl+V চেপে পেস্ট করবেন। এবারে save করুন। আর দেখুন, যেমন টেমপ্লেট ডেমোতে দেখেছিলেন, আপনার ব্লগটিও তেমন দেখাচ্ছে। লেআউটে সামান্য কিছু পরিবর্তন দরকার। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, সাধ্যমতো সাহায্য করবো।

ফ্রি নিউজ পেপার ব্লগার টেমপ্লেট

নিউজ পেপার ব্লগের জন্য Smag, Soraviral, Soratimes এই টেমপ্লেটগুলো  আমার প্রিয়।  ব্লগারেরা নিউজ পেপার টেমপ্লেটগুলো অন্যান্য সব ধরণের চেয়ে বেশী পছন্দ করেন কারণ এগুলো আকর্ষণীয় হয়। তবে, বেশী ফিচারযুক্ত আকর্ষণীয় থীম বা, টেমপ্লেটের বদলে তুলনামূলক কম আকর্ষণীয়, কিন্তু রেসপন্সিভ এমন থিমগুলো বেশী কার্যকর। এগুলোতে ব্লগের লোডিং স্পিড কম থাকে।

লোডিং স্পিড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি র‍্যাংকিং ফ্যাক্টর। দ্রুত লোড হয় এমন সাইটগুলো সার্চে আগে আসে। দ্রুত লোড হওয়ার কারণে ব্লগস্পটের সাইটগুলো ওয়ার্ডপ্রেসের সাইটগুলোর চেয়ে এই ক্ষেত্রে বেশী সুবিধা পায়।

নিচের টেমপ্লেটগুলো ব্যবহার করলে এবং ভালো কনটেন্ট তৈরি করলে আশা করা যায় ব্লগে গুগল এডসেন্স পেয়ে যাবেন। নিচের সবগুলো থিমই মাণসম্মত এবং আলাদা ধরণের ব্লগের জন্য সেরা। এডসেন্স ছাড়াও অনেকভাবে আর্টিকেল লিখে বাংলা ব্লগ থেকে আয় করা যায়, এজন্য লেখার পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে।

১০ টি ফ্রি ব্লগার টেমপ্লেট- ডেমো এবং ডাউনলোড লিংক সহ


১. Ratio magazine style template
Ratio Magazine
ডেমো    ডাউনলোড

২. DownloadHub

Downloadhub
ডেমো    ডাউনলোড

 

৩. Fabel

Fabel
ডেমো    ডাউনলোড

 

৪. Smag 

Smag
ডেমো    ডাউনলোড

৫. Sora Viral

Sora Viral
ডেমো    ডাউনলোড


৬. Alva

Alva
ডেমো    ডাউনলোড


৭. Sora Times

Soratimes
ডেমো    ডাউনলোড


৮. Your Coupon

Your Coupon
ডেমো    ডাউনলোড


৯. Tech News

Technews
ডেমো    ডাউনলোড


১০. SoraBook

Sorabook
ডেমো    ডাউনলোড

মনে রাখবেন, ডেমোতে ওয়েবসাইটের যে চেহারা দেখতে পাচ্ছেন, এটি ছবিসহ ব্লগপোস্ট দেয়ার পরে কিছু কাস্টমাইজেশন করলেই দেখা যাবে। যে জিপ ফাইল ডাউনলোড করবেন সেখানে মূল xml ফাইল ছাড়াও কিছু অতিরিক্ত ফাইল আছে, এগুলোই কাস্টমাইজেশনের নির্দেশনা। এগুলো পড়ে নিলে সুবিধা হবে। এইসব নির্দেশনা পড়ে টেমপ্লেট এপ্লাই করতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন, আমরা সাহায্য করবো।

ব্লগার সাইট ডিজাইন করার জন্য এই ফ্রি ব্লগস্পট টেমপ্লেটগুলো সঠিকভাবে প্রয়োগ করাই যথেষ্ট। কোড কপি করা বসানোর পরে শুধু Widget এ পরিবর্তন করেই সাইটের একই লেয়াউটের মধ্যে ব্লগ সাইটকে আরো সুন্দর করে তোলা যায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা, এস ই ও অপটিমাইজড কি না সেটি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, সবগুলো থিমই এস ই ও ফ্রেন্ডলি।

সাইট লিংক আর্কিটেকচার ওয়েবসাইটের অন পেজ এস ই ও এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাই ঠিকমতো কিওয়ার্ড রিসার্চ করে সেগুলো Label হিসেবে এবং প্রথম পেজের লেখাগুলোতে ব্যবহার করবেন। তাহলে, আপনার ব্লগের সাইট লিংক আর্কিটেকচার নিয়েও ভাবতে হবে না। এটিও সাইটের ডিজাইন অনুযায়ী ঠিক আছে।

ব্লগার ডট কম যেকারণে সবচেয়ে ভালো

কিছু বৈশিষ্ট্যের কারণে আপনি ব্লগার ডট কম ব্যবহার করতে পারেন। আপনার যদি একটি সাইট থাকে, আমি বলবো সেটিকে ব্লগারেই রেখে দিতে পারেন। ওয়ার্ডপ্রেসে গেলে অনেক নতুন ফিচার পাবেন সেটি সত্যি। তবে, স্পিড কমে যাবে। কিছু কারণে ব্লগার ভালো-

  • কখনো অফলাইনে থাকে না
  • হোস্টিং এর টাকা দিতে হয় না
  • স্ট্যাটিক সাইট অনেক দ্রুত লোড হয়

সব সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এর কনটেন্ট। তাই কনটেন্ট ভালো হলে ব্লগারের সাইটেও সফলতা পাওয়া যায়, এমনকি ব্লগস্পটের সাব ডোমেইন দিয়েও সেটি সম্ভব।

কিছু সমস্যাও অবশ্য আছে, এতে ভালোভাবে এস ই ও করা যায় না(ম্যানুয়াল এস ই ও প্রয়োজনও খুব একটা নাই)। সবচেয়ে সফল ব্লগার যারা তারা ফোকাস করেন কনটেন্টের মাণে। গুগোলও সব রকম অপটিমাইজেশনের চেয়ে সাইট লোডিং স্পিড, বাউন্স রেট আর, ভিউ ডিউরেশন কে বেশী গুরুত্ব দেয়। সুন্দর একটি টেমপ্লেট যোগ করে নিন, আপনার সাইট দেখতে ভালোই লাগবে। আর, ইউজার এক্সপেরিয়েন্সও ভালো হবে।

 

আরো পড়তে পারেন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বলো সমাজ

মায়ের সেবা করার জন্য আজি হলাম চোর, সাহায্য চাই মায়ের সেবায় রাখলো বন্ধ দোর! গরিব মানুষ টাকার অভাব বুঝলো নাকো
গুগল এডসেন্স টিপস

গুগল এডসেন্স পাওয়ার উপায় [ ২০২৩ আপডেট]

গুগল এডসেন্স পাওয়ার উপায় হচ্ছে এডসেন্স এর নিয়মগুলো মেনে চলা এবং ব্লগ/ ওয়েবসাইটের জন্য অর্গানিক ভিজিটর নিয়ে আসা। গুগল আপনার
এডসেন্স থেকে পাওয়া টাকা

গুগল এডসেন্স থেকে টাকা আয়ঃ মিথ এবং বাস্তবতা

নতুন যারা ব্লগিং বা, ইউটিউবিং করে গুগল এডসেন্স থেকে টাকা আয় করার কথা ভাবছেন তাদের জন্য এই লেখাটি লিখছি। অনেক
এডসেন্স থেকে পাওয়া টাকা

গুগল এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার প্রধান কারণ

আপনি যদি ব্লগার হয়ে থাকেন, আর আপনার একটি ব্লগ থাকে থাকে তাহলে এই লেখাটি আপনার জন্য। বাংলায়, ইংরেজীতে বা, যেকোন

Leave a Reply