0
সালমান শাহর ভক্তগণে
সঠিক বিচার চায়,
সালমান ভক্ত শান্তি পাবে
যদি বিচার পায়।
নির্মম ভাবে হত্যা করেই
কেড়ে নিলো প্রাণ,
সেই পিশাচে পরবে ফাঁসি
ভক্ত সবাই চান।
দেখছে সবে পিশাচগুলো
দাঁত কিলিয়ে হাসে,
ছাড় পাবেনা কোনো ভাবে
মরবে ওঁরা ফাঁসে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া
এসো সালমান ভক্ত,
সঠিক বিচার পাবার জন্যে
হবো আমরা শক্ত।
সালমান আছে হৃদয় জুড়ে
জানে ভক্তগণ,
সঠিক বিচার চাচ্ছে আজি
দেশের সকল জন।
বিচার শুরু আশা জাগায়
সঠিক বিচার হবে,
সালমান হত্যা সকল খুনি
ধরা পড়বে তবে।

0