0
কবিতা
অভিনয়
আফছানা খানম অথৈ
খারাপ পুরুষ অতি চালাক
অভিনয়ে সে সেরা
ছলাকলার ফাঁদে পেলে
হৃদয় করে কারা।
ইনিয়ে বিনিয়ে বলে সে
প্রেমের সংলাপ
নারী তখন মগ্ন হয়ে
করে সদা আলাপ।
একে অন্যের প্রেমে যখন
পাগল হয়ে যায়
ঘর বাঁধতে দুজন তখন
পালিয়ে বেড়াই।
শত বাঁধা পেরিয়ে তারা
বাঁধে ঘর সংসার
কিছুদিন গেলে পরে
বদলে যায় রুপ তার।
ভালোমন্দ বলতে গেলে
তোলে গায়ে হাত
যখন তখন করে তারে
কঠিন কষাঘাত।
নিজের ভুল বুঝতে পেরে
কাঁদে আপনমনে
বাবা মাকে কষ্ট দিয়ে
এলাম কার সনে।

0