কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

0

কবিতা
অভিনয়
আফছানা খানম অথৈ

খারাপ পুরুষ অতি চালাক
অভিনয়ে সে সেরা
ছলাকলার ফাঁদে পেলে
হৃদয় করে কারা।

ইনিয়ে বিনিয়ে বলে সে
প্রেমের সংলাপ
নারী তখন মগ্ন হয়ে
করে সদা আলাপ।

একে অন্যের প্রেমে যখন
পাগল হয়ে যায়
ঘর বাঁধতে দুজন তখন
পালিয়ে বেড়াই।

শত বাঁধা পেরিয়ে তারা
বাঁধে ঘর সংসার
কিছুদিন গেলে পরে
বদলে যায় রুপ তার।

ভালোমন্দ বলতে গেলে
তোলে গায়ে হাত
যখন তখন করে তারে
কঠিন কষাঘাত।

নিজের ভুল বুঝতে পেরে
কাঁদে আপনমনে
বাবা মাকে কষ্ট দিয়ে
এলাম কার সনে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

ধীবর জাতি

নদীর পাড়ে বসত বাড়ি মোরা ধীবর জাত, নদীর বুকে মৎস্য ধরে কাটাই দিবা রাত। নৌকায় করে প্রদীপ জ্বলে মাছ ধরতে

Leave a Reply