কেমন প্রথা নীতি

0

মানব জাতি ধর্মের জন্যেই
ধরায় বুঝি সৃষ্টি,
জাতি বিভেদ করছে তবে
ভিন্ন ভিন্ন কৃষ্টি।

মানব জাতি করে পালন
স্বজাতির ঐ ধর্ম,
ধর্মের জ্ঞানে ডুব দিয়েও
বোঝে নাহি মর্ম।

মুসলিম জাতি ভিন্ন ধর্মের
মন্দির রক্ষা করে,
মুসলিম হলে সহনশীল তো
হবে সবার তরে।

পাক কিতাবে আছে লিখুন
জ্ঞানী জনেই মানে,
কোনো ধর্মের ক্ষতি সাধন
নয়তো কাম্য জানে।

মসজিদ ভেঙ্গে মন্দির করো
কেমন প্রথা নীতি,
কোন্ সন্ন্যাসী বলছে তবেই
এটা ধর্মের রীতি।

কোন্ গোঁড়ামি দৌলতে যে
করো এমন ঘাত,
ধর্মের প্রতি আঘাত দিয়ে
চাচ্ছো রক্তপাত।

কোন্ তপস্যা মসজিদ ভাঙ্গা
বলবে তবে ঠিক,
অধম পাপী সে-ই তপস্যার
শত সহস্র ধিক।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

2 Replies to “কেমন প্রথা নীতি”

Leave a Reply