গারো গান

গারোরা বাংলাদেশ এবং ভারতে বাস করেন। ভারতের মেঘালয় রাজ্যের অধিকাংশ জনগোষ্ঠীই গারো এবং খাসিয়া। বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভিবাজার এলাকায় এরা বাস করেন। নিজেদেরকে এরা মান্দি বা, মানুষ বলে পরিচয় দেন। এই জনগোষ্ঠীর অধিকাংশই এখন খ্রিস্ট ধর্মাবলম্বী, তাদের প্রাচীন ধর্মের নাম সাংসারেক। এদের প্রিয় খাবারের মধ্যে রয়েছে গরুর মাংস, শূকরের মাংস এবং শুটকি। গারো আদিবাসীদের নাচ, গান দেখুন-

আরো পড়ুন- হিন্দি ভাষার উৎপত্তি কিভাবে হয়?

১০ টি আদিবাসী গান শুনুন

 

নিয়ে নিন – grameenphone hoichoi (বিশেষ ছাড়ে)