জাতীয় চার নেতা

0

সৈয়দ  নজরুল ইসলাম

জাতীয় চার নেতার মধ্যে সর্বপ্রথম রয়েছে সৈয়দ  নজরুল ইসলাম  ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা দেশের উপ-রাষ্ট্রপতি ছিলেন এবং স্বাধীন বাংলা দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও নেতা।

তাজউদ্দিন আহমেদ

এরপর ছিল তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গঠিত স্বাধীন বাংলা দেশের প্রথম সরকারের (যা মুজিব নগর সরকার হিসেবে পরিচিত) প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি সফল নেতৃত্ব প্রধান করেন।

ক্যাপ্টেন এম.মনসুর আলী

ক্যাপ্টেন এম.মনসুর আলী আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। সে সময়ে খাদ্য, বস্ত্র, অস্ত্র ও প্রশিক্ষণের জন্য অর্থ সৈংস্থানের যে গুরু দায়িত্ব ছিল তা তিনি সফল ভাবে পালন করেন।

এ এইচ এম কামারুজ্জামান

আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামাননিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। সে সময়ে তিনি ভারতের আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ শরণার্থীর জন্য ত্রাণ সংগ্রহ এবং ত্রাণ শিবিরে টা বিতরণ এবং পরবর্তী সময়ে শরণার্থীদের পুনর্বাসন ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।

তখনকার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা হিসেবে ছিলেন এই চারজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস ভাবে হত্যার প্রায় আড়াই মাস পরে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঘাতক দল ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী এই চার জাতীয় নেতাকে নির্মম ভাবে গুলি করে ও বেয়নেট চার্জ করে হত্যা করে।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কনফেডারেশনঃ বিভক্ত মার্কিনীরা

কনফেডারেশনঃ বিভক্ত মার্কিনীরা

কনফেডারেশন শব্দটি মার্কিন যুক্তরাষ্ট্রের কারও কাছে স্বর্গের মত আবার কারও কাছে নরকের চেয়েও খারাপ। এখন কথা হচ্ছে, কেন আমি কনফেডারেশন

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন (১৯১১-১৯৩০)সালের ঘটনা

স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বাংলার স্বাধীনতাকামী দেশপ্রেমী যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয়।সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করার যে গোপন

শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি

মানুষের ব্যক্তিত্বের, নেতৃত্বের এবং নাগরিককে আকৃষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার বিশুদ্ধ ভাষা ও সুপষ্ট উচ্চারণ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের (১৯৭১)
FB IMG 1676566560513

আডলফ হিটলারের জীবনী- ধর্মীয় বিশ্বাস, মৃত্যু

আডলফ হিটলার: এডলফ হিটলার। বিশ্বজুড়ে একইসাথে আলোচিত-সমালোচিত ও যুদ্ধাপরাধের অভিযোগে ঘৃণিত ব্যক্তি। এখনো ইতিহাস কুখ্যাত এ ব্যক্তিকে নিয়ে গবেষকদের গবেষণার

One Reply to “জাতীয় চার নেতা”

Leave a Reply