তুরাগ তীরে দ্বন্দ্ব

0

তাবলীগ করে ধর্মের পথে
শান্তির কথা বলে,
ধর্মের কর্মে ডাকতে থাকে
ছয় উসুলে চলে।

দাওয়াতি কাজ হাসিল করে
অর্জন করে আস্থা,
নিজের খেয়ে তাবলীগে যায়
খুঁজতে দ্বীনের রাস্তা।

দ্বীনের রাস্তায় চলতে থাকে
দেশ বিদেশে যায়,
সবার কাছে প্রভুর বাণী
পৌঁছে দিতে চায়।

একেঅপরের বন্ধন ছিল
মুসলিম সবে ভাই,
এক বাসনে খাইতো খানা
জবাব বুঝি নাই।

এই মেহনতি মানুষগুলোর
একটা ছিল দল,
বিশ্ব ইজতেমার তুরাগ তীরে
হইতো মানব ঢল।

হঠাৎ করেই স্বার্থের জন্যই
আমীর দিল মোড়,
সবার মাঝে ছড়িয়ে যায়
লাগে দারুণ পোড়।

স্বার্থের জন্যে ফারাক হয়ে
তুরাগ তীরে দ্বন্দ্ব,
জনে থেকেই জনের কাছে
হয়ে উঠছে মন্দ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

2 Replies to “তুরাগ তীরে দ্বন্দ্ব”

Leave a Reply