তোমার হাসি (৭) (প্রেমের কবিতা)

0

তোমার হাসির কোন তুলনা নেই। তাইতো তোমাকে আমি ভালবাসি। আমার কেবলই মনে হয়, তুমি যদি বার বার সে হাসি হাসতে। তুমি একদিন বলেছিলে, পদ্মা নদীর পাড়ে গেলে সে হাসি হাসবে। কিন্তু তুমি হাসনি।আমার কি যে খারাপ লেগেছিল তা আমি কি করে বোঝাব?  আজ আবার বলছ, সে হাসি হাসবে;….  হাসবে কিনা তা তুমিই ভাল জান!

……. সে হাসির জন্য আমি মরতে পারি, ঝরতে পারি, নীল আকাশের তারা ধরতে পারি; তুমি হাসলেনা, আমি এখন কি করব তা যদি বলে দিতে। তোমার সে হাসির জন্য কতজন জীবন দিয়েছে তা আমি কেমন করে বোঝাব?  তোমার সে হাসির জন্য জীবন দিয়েছে কামাল, করিম, মুসোলিনি; আমি কাকে অভিবাদন জানাব খুঁজে পাইনা।

তোমার সে হাসির কথা ভাবলে মনে হয় পৃথিবীটা পৃথিবী নেই, কোথায় যেন উড়ে গেছে।  আসলে কি পৃথিবী উড়ে যায়? না, উড়ে যায়না, শুধু তোমার সে হাসি হাসি নয়।

আমি বার বার বলব, তুমি সে হাসি না হেসে থেকোনা। তুমি সে হাসি না হাসলে আমি মরে যাব। কেউ কি মরতে চায়? মরনের চেয়ে জীবন উত্তম নয়?

তোমার সে হাসি একজনকে জীবন দিতে পারে – এ কথা তুমি ভাববেনা? সে হাসির জন্য কেউ  যদি জীবন হারায় তা কি তোমার জীবনের জন্য অশুভ নয়? কাজেই তুমি বার বার সে হাসি হেসো, আর বোলো, আমি একটি অমিত শুভ কাজ করেছি। একটি অশুভর জন্য দশটি অশুভ জন্ম নেয়।তুমি একটি শুভ দিয়ে দশটি শুভর জীবন ফিরিয়ে দিবেনা?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply