পাথর চুরি

0

অলির দেশে পাথর চুরি
মেনে নেওয়া যায়,
সাদা পাথর সোনা ভেবে
সবাই নিতে চায়।

কভার ভ্যানে নৌকা যোগে
করে নিলো লুট,
স্বচ্ছ জলের পাথরগুলো
উজাড় হলো হুট

টনক নড়ে উঠলো জনের
ধরতে হবে চোর,
রাঘব বোয়াল পড়ছে ধরা
দেখি পেশীর জোর।

পাথর চুরি করতে যেনো
পায় না কভু ভয়,
গলাবাজির চমক দেখায়
জনের নেতা হয়।

ওদের হাতে দেশটা গেলেই
দেশটা বেঁচে দিবে,
দেশের টাকা পাচার করেই
পেটটা ভরে নিবে।

ভোটের আগে এমন নেতা
যাচাই বাছাই করে,
ভোটটা দিবে ভেবেই চিন্তে
কেবা ওদের ডরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

ধীবর জাতি

নদীর পাড়ে বসত বাড়ি মোরা ধীবর জাত, নদীর বুকে মৎস্য ধরে কাটাই দিবা রাত। নৌকায় করে প্রদীপ জ্বলে মাছ ধরতে

বন্ধু তুমি আসবে জানি

বন্ধু তুমি আসবে জানি বিশ্বাস ছিল মোর, বন্ধু তুমি আসলে কাছে মনে পাবো জোর। বন্ধুর সাথে নেই তুলনা বন্ধু আপন

One Reply to “পাথর চুরি”

Leave a Reply