0
অলির দেশে পাথর চুরি
মেনে নেওয়া যায়,
সাদা পাথর সোনা ভেবে
সবাই নিতে চায়।
কভার ভ্যানে নৌকা যোগে
করে নিলো লুট,
স্বচ্ছ জলের পাথরগুলো
উজাড় হলো হুট
টনক নড়ে উঠলো জনের
ধরতে হবে চোর,
রাঘব বোয়াল পড়ছে ধরা
দেখি পেশীর জোর।
পাথর চুরি করতে যেনো
পায় না কভু ভয়,
গলাবাজির চমক দেখায়
জনের নেতা হয়।
ওদের হাতে দেশটা গেলেই
দেশটা বেঁচে দিবে,
দেশের টাকা পাচার করেই
পেটটা ভরে নিবে।
ভোটের আগে এমন নেতা
যাচাই বাছাই করে,
ভোটটা দিবে ভেবেই চিন্তে
কেবা ওদের ডরে।

0
লেখার মান প্রত্যেকেরই ভালো। চালিয়ে যান…