ফ্রান্স ফুটবল দল

২০২২ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের দল ঘোষণা

0

এবারের বিশ্বকাপে ফ্রান্স ফুটবল দলে অভিজ্ঞ কান্তে এবং পগবাকে দেখা যাবে না। এর বদলে মিডফিল্ড মাতাবেন তরুন কামাভিঙ্গা, ইউসুফ ফোফানারা। গতবারের চ্যাম্পিয়ন দলের বিশ্বকাপ স্কোয়াড বেশ ব্যালান্সড এবং শক্তিশালী। তাই, ফ্রান্স সমর্থকেরা এবারেও চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারেন। ফরোয়ার্ডে বেনজেমা এবং, এমবাপ্পে  দুর্দান্ত ফর্মে আছেন।

দিদিয়ের দেশম এবারেও ডেকেছেন অলিভার জিরুকে যিনি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের স্ট্রাইকার। গতবারের বিশ্বকাপে ফ্রান্সের এই স্ট্রাইকার কোন গোল না করেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপ তিনি গোল না করেই জয় করেছেন, দেখা যাক, কাতার বিশ্বকাপে কি করেন।

ফ্রান্স ফুটবল দল- ২০২২ বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: আলফোনস আরেওলা, হুগো লরিস, স্টিভ মাডান্ডা।

ডিফেন্ডার: লুকাস হের্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কৌন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডউজি, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, জর্ডান ভেরেটআউট।

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ে জিরুদ, আন্তোইন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ত্রিস্তোফা এনকুনকু।

 

দেখে নিন চ্যাম্পিয়ন স্ট্রাইকার জিরুর গোলের হাইলাইটস-

 

আরো দেখুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

admin

Author: admin

বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড, ব্রাজিল বিশ্বকাপ দল ঘোষণা, বিশ্বকাপে ব্রাজিল দল

বিশ্বকাপের জন্য ব্রাজিল দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে কোচ তিতে খুব বেশী চমক রাখেননি। তবে, এই দলে আছে ৩৯ বছর বয়সী ড্যানি আলভেজ।

অ্যাঞ্জেল ডি মারিয়া ইনজুরি- কাতার বিশ্বকাপ আপডেট

ইনজুরি সবসময়ই ফুটবলারদের জন্য একটি সমস্যা, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং আর্জেন্টিনার জন্য অশনী সংকেতই বটে। বারবার আঘাত পেতে থাকলে ফর্ম

Leave a Reply