ভালবাসি আমার প্রিয়া সুরঞ্জনা’

0

ভালবাসার কারনে জগত ছেড়েছেন লাইলী, ভালবাসার কারনে জগত ছেড়েছেন মজনু, ভালবাসার কারনে জগত ছেড়েছেন শিরি, ভালবাসার কারনে জগত ছেড়েছেন ফরহাদ, আরো কত কে ভালবাসার কারনে জগত ছেড়েছেন। অথচ আমি জগত ছাড়তে পারলামনা।এমন কেউ কি আছে যে আমাকে ভালবাসার কারনে জগত ছাড়ার সুযোগ করে দেবে? যদি থাকে আমি তাকে ফুলের মালা পরাব, গলায় হীরের আংটি পরাব, সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকব, বলব, আয় আয় আয়, খাইতে চাইলে খাইতে  দেব, নাচতে চাইলে নাচতে দেব; শুধু একটা জিনিস করবনা, বলব, আমাকে ছেড়ে দূরে কোথাও যেওনা, তুমি গেলে আমি বাঁচব কি করে।

যদি থাকে আজই জানাও,  বাসা নম্বর-২, রোড নম্বর- ২, ভালবাসা ভবন, নীলদীঘির পাড় পরিবিবির মাঝার( যেখানে পরিবিবি জীবন দিয়েছিল ভালবাসার জন্য)

( বিঃ দ্রঃ যদি না জানাও পরিবিবি কষ্ট পেতে পারে)


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply