1
শিক্ষা পেশার শিক্ষকগণে
দাবি আদায় নিয়ে,
অধিকার তাই চাচ্ছে আজি
রাজধানীতে গিয়ে।
শিক্ষাদানে আলোকিত
সমাজ গড়ে যারা,
অবহেলার জীবন নিয়ে
চরম কষ্টে তারা।
কেবা আছে সমাজ মাঝে
শিক্ষকগণের তুল্য,
আলোয় ভরে দেবে সমাজ
পেলে সঠিক মূল্য।
শিক্ষকেরা জ্ঞানবিলায়ে
জীবন করে পার,
সেই শিক্ষকের চরম কষ্টে
জীবন আজি ভার।
শিক্ষক চোখে সবাই সমান
ধনী গরিব সবে,
শিক্ষাদানে তাদের চোখে
নেই ভেদাভেদ তবে।
শিক্ষা আলোয় আলোকিত
সমাজ গড়ে যাবে,
সেই আশাতেই শিক্ষা পেশা
মহান পেশা ভাবে।

1