পাহাড়ি আদিবাসীদের গান

মারমা গান

বাংলাদেশের বৃহৎ আদিবাসী গোষ্ঠীর একটি মারমা। এদের বাস মূলত বান্দরবানে। ম্রাইমা(মায়ানমার) থেকে মারমা শব্দের উৎপত্তি। নিজস্ব বর্ণমালা নেই( তারা বার্মিজ বর্ণমালা ব্যবহার করেন), তবে কথা বলার ভাষাটা নিজস্ব।  মগ/মারমাদের গান এবং নাচ দেখুন-

বীরবিক্রম খেতাব পাওয়া একজন মহান মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা এই জনগোষ্ঠীর একজন ব্যক্তি ছিলেন।

১০ টি আদিবাসী গান শুনুন

 

নিয়ে নিন – hoichoi monthly subscription (বিশেষ ছাড়ে)