মা- ৬

0

একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা ঘরে নেই। আমি আমার মাকে খুঁজতে বের হলাম। গিয়ে দেখলাম কোন এক বনের ধারে তিনি বাসন-কোসন মাজছেন।আমি বললাম, তুমি এখানে কেন?  বললেন, এখানে না আসলে আমার ভাল লাগেনা। এখানে যে আমার তৃতীয় সন্তান মারা গিয়েছিল। আমি বললাম আমিতো আছি, আমাকে দেখে তাকে ভুলে থাক। মা বললেন, “তুই বুঝবিনা, এক সন্তানকে দেখে মা আরেক সন্তান ভুলে থাকতে পারেনা”।

সেই থেকে আমার মাকে আমি অনেক ভালবাসি। তার কিছু হলে ওষুধ আগিয়ে দেই, তাকে রোজ রাতে বিছানায় যেতে সাহায্য করি, তাকে না দেখলে আমার ভাল লাগেনা -একথাটি নিয়মিত বলি।এখন সে আমার কথায় উঠে, বসে, খায়, বিশ্রাম নেয়, আমাকে না দেখে থাকতে পারেনা।

মাকে বলি, তুমি কেন আমাকে তোমার তৃতীয় সন্তানের গল্প আগে বলনি?  আগে বললেতো আমি তোমাকে আরো অনেক বেশি ভালবাসতাম। মা বলে, মা কখনও এক সন্তানের গল্প আরেক সন্তানের কাছে করেনা, সব সন্তানই যে তার মা।

“মা বুঝি এমনই হয়।”


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রতি দান

রাতে থেকে বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণ,বৃষ্টি থেমেছে সবে। সকাল কখন হয়েছে চম্পা জানে না। চম্পা শুনেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। জ্যোতিষশাস্ত্র

অ্যাথেনার অলৌকিক হার্প

অনেক অনেক বছর আগে, প্রাচীন গ্রিসের এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোরী মেয়ে—নাইরা। সে দরিদ্র ছিল, কিন্তু তার গলায়

নীলচোখা জলপরী

শঙ্খনদী গ্রামের সকাল সবসময় সমুদ্রের শব্দ দিয়ে শুরু হয়। মাটির ঘরগুলোর চালের ফাঁক দিয়ে বাতাস ঢোকে, আর বাতাসের সাথে ভেসে

সময়ের দরজা

মেঘে ঢাকা এক বিকেল। পুরান ঢাকার সরু গলির ভেতরে, ধুলো ধরা এক প্রাচীন বইয়ের দোকানে ঢুকল আরসোহা। ইতিহাসের ছাত্রী সে,

Leave a Reply