0
ভোটের আগে লেবাস পরে
দেশের নেতা গণ ,
জনের দেখে নেয় জড়িয়ে
কী দরদী মন,
শহর থেকে পাড়া মহল্লায়
ঘুরছে নেতা আজ,
ভোটের জন্যে সেবা মূলক
করছে নানা কাজ।
জাতি বিভেদ ভুলে গিয়ে
মিলায় কাঁধে কাঁধ,
চাষাভুষা -কামার কুমার
কেউ যাচ্ছে না বাদ।
সুযোগ বুঝে আপন করে
জনের পেতে চায়,
সকাল থেকে রাত অবধি
জনের কাছে যায়।
ভোটের আগে নতুন রুপে
লেবাস পরে গায়,
বুকের সাথে বুক মিলিয়ে
প্রতীকে ভোট চায়।
খোস আমেজে নানান গল্পে
মন জুড়িয়ে দেয়,
ভোটটা দিবে এমন শপথ
খুব সহজে নেয়।

0