সুখ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

সুখ! সুখ তো নিজের মাঝে নেই। কি বুঝলেন না তো? তাহলে একবার ভেবেই দেখুন না! ধরুন আপনার আশেপাশের মানুষ গুলো কষ্টে আছে, আপনার কাছের মানুষ গুলো কষ্টে আছে, তখন কি পারবেন তাদের কষ্ট দেখা শর্তেও নিজে সুখী থাকতে? চাইলেও পারবেন না। দিন শেষে একবার হলেও তাদের কষ্টের কথা আপনাকে ভাবাবে। আপনি দীর্ঘ এক নিঃশ্বাস ফেলবেন। সবকিছু থেকেও কিছু একটা নেই এমন টাই মনে হবে আপনার। কিন্তু আপনার আশেপাশের কাছের মানুষ গুলো সুখে থাকলে দেখবেন আপনার কষ্ট গুলো কেমন হালকা মনে হবে। তাদের হাসির মাঝেই নিজের সুখ খুঁজে পাবেন। পৃথিবীতে প্রকৃত সুখ তো কেবল মাত্র পরিবারের মাঝেই নিহিত। আপনি নিজে হাসুন এবং আপনার বাবা-মা কে হাসান। দেখবেন আপনি নিজে হেসে যতোটুকু আনন্দ পাচ্ছেন তার থেকে হাজার গুন বেশি আনন্দ পাবেন তাদের হাসিতে। বিশেষ করে সেই হাসির কারনটা যদি আপনি হোন,আপনার কথা-বার্তা বা আপনার কাজ-কর্মে যদি তাদের মুখে হাসি ফুটাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। কেননা বাবা-মায়ের সেই হাসিতে থাকে আলাদা একটা তৃপ্তি। আলাদা একধরনের সুখ, যা পৃথিবীর অন্য কোনো কাজে আপনি পাবেন না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে। যারা পরিবারের মাঝে নয়, টাকার মাঝে সুখ খুঁজে পান। তারা তো এটাই জানেন না যে প্রকৃত সুখ কিসে! তারা কেবলমাত্র ক্ষনস্থায়ী সুখের পিছনে ছুটে চলেছে। যেদিন তারা জানতে পারবে, বুঝতে পারবে, যে প্রকৃত সুখ কিসে সেদিন হয়তো বড্ড দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে প্রকৃত সুখটা খুঁজে নিন।

~সমাপ্ত

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

2 Replies to “সুখ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply