লুবাব হাসান সাফ‌ওয়ান

User banner image
User avatar
  • লুবাব হাসান সাফ‌ওয়ান

Comments

... লুবাব হাসান সাফ‌ওয়ান

আহলে হাদীস মতবাদ কেন মানা যাবে না
🧧৯ম কারণ
এদের মত ও পথ, মাসআলা-মাসায়েল এবং ফতোয়া ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রেই কুরান-হাদীসের বিরোধী। অনেক ভিডিওতেই দেখা যায়, আহলে হাদিসরা কুরআন-হাদীসের বিরোধী ফতোয়া দেয়। তাদের কুরআন-হাদীস বিরোধী জঘন্য কিছু ফতোয়া:

১. সাহাবায়ে কেরাম ফাসেক ছিলেন। [আল-বয়ানুল মারসূস: ১৮৪]

২. বীর্য পাক। [বুদূরুল আহিল্লাহ: ১৫] ইচ্ছে হলে নাকি খাওয়াও যাবে।

৩. অজু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে। [আরফুল জাদী: ১৫]

৪. গাভীসহ সকল প্রাণীর পস্রাব পবিত্র। [বুদূরুল আহিল্লাহ: ১৪-১৬]

৫. নিজের জারয মেয়েকে বিবাহ করা যাবে। [আরফুল জাদী: ১১৩]

সংক্ষিপ্ততার লক্ষ্যে আমরা এখানে কেবল পাঁচটি কুরআন-হাদীস বিরোধী ফতোয়া উল্লেখ করেছি। এমন অসংখ্য ফতোয়া রয়েছে। আমরা এ নিয়ে আলাদা একটি প্রবন্ধ তৈরি করবো ইনশাআল্লাহ।

... লুবাব হাসান সাফ‌ওয়ান

ভাইয়া এই ব্যাপারে আলোচনা করতে চাইলে আপনি আমার ফেসবুক পেজ/গ্ৰুপ/প্রোফাইলে যুক্ত যুক্ত হতে পারেন। ফেসবুকে গিয়ে লুবাব হাসান সাফ‌ওয়ান লিখলেই চলে আসবে।

তবে সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলি, তারা অধিকাংশ ফতোয়ার ক্ষেত্রেই ৪ ইমামের বিরুদ্ধে।

... লুবাব হাসান সাফ‌ওয়ান

না ভাইয়া, এটা তো জানা নাই। যদি হাদিসটা দিতেন উপকৃত হতাম।

... লুবাব হাসান সাফ‌ওয়ান

ধন্যবাদ