সালাত আদায় ও অতপর :

2  সালাত আদায় ও অতপর : —————————————- বেশ কিছুদিন আগে , ঢাকার সংসদ ভবন রো‌ডে আসাদ‌ গেইট যাওয়ার প‌থে ট্রা‌ফিক জ্যা‌মের মধ্যেই যাত্রিবাহি বাসে ব‌সে‌ছি‌লাম। বাস থেকে দেখলাম লোক‌টি পিকআপ ভ্যা‌নে ব‌সে মাগ‌রি‌বের নামায পড়‌ছি‌লেন ! (আমার নিজের হাতের মুঠো ফোনের ক্যামেরায় তোলা ছবি সংযুক্ত করা হয়েছে) মাশাল্লাহ। আল্লাহ প্রা‌প্তির কত সুদর্শন চিত্র। দেখে ভাল