চমকপ্রদ তথ্য

ঔষধি গাছ কাকে বলে?

ব্যাকরণের ভাষায় ‘একবার ফল দিয়ে যে গাছ মারা যায়’ এর এককথায় প্রকাশ হচ্ছে ‘ঔষধি’  । তবে, সব ঔষধি গাছ একবার ফল দিয়ে মারা যায় না। যেসব গাছের বিভিন্নরকম ঔষধি গুণাগুণ রয়েছে সেইসব গাছকেই ঔষধি গাছ বলে। এইসব গাছ থেকে জানা-অজানা অনেক রকম উপকার পাওয়া যায়।

গ্রামাঞ্চলে মানুষের বাড়ির আশেপাশে অযত্ন অবহেলায় অনেক রকম গাছ বেড়ে ওঠে, এগুলোর ঔষধি গুণাগুণ জানি না বলেই আমরা এগুলোকে ব্যবহার করতে পারি না। চলুন কিছু তথ্য জেনে নেই- 

  • পৃথিবীজুড়ে আছে ৫০ হাজারের বেশী ঔষধি গাছ
  • বাংলাদেশে এরকম উপকারি গাছের প্রায় ১৫০০ প্রজাতি পাওয়া যায়
  • ড . তাহমিনা হক তারা গবেষণায় ২৪৭ টি উদ্ভিদ খুজে পেয়েছেন যা ৭৩ প্রকার রোগের নিরাময়ে গ্রামের লোকেরা ব্যবহার করে
  • নীম, তুলসী, চিরতা, পাথরকুচি এরকম আরো অনেক গাছ রয়েছে এই তালিকায়

 

শহুরে বাড়ির বারান্দা, ব্যালকনি বা, ছাদে এরকম গাছের চাষ করতে অনেকে পছন্দ করেন। গ্রামাঞ্চলে কিছু কবিরাজ দেখা যায় যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গাছ- গাছড়ার চিকিৎসা দিয়ে থাকেন(এগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে তারা বেশীরভাগ ক্ষেত্রেই জানেন না)। পর্যাপ্ত গবেষণা হলে হয়তো বাংলাদেশের বন-বাদাড়ের গাছগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে।

সময় থাকলে পড়তে পারেন-