বাংলা শব্দের অর্থ

জৈন শব্দের অর্থ কি?

জৈন শব্দের অর্থ হচ্ছে জয়ীদের ধর্ম। জিন একটি একটি সংস্কৃত শব্দ। এর অর্থ জয়ী। আসক্তি, ক্রোধ, লোভ ইত্যাদিকে যারা জয় করে জ্ঞান লাভ করেছেন তারা জিন। আর তাদের আচরিত ধর্ম হচ্ছে জৈন ধর্ম।

চব্বিশজন তীর্থঙ্কর এই ধর্মে খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তাদের শিক্ষাই এই ধর্মের শিক্ষা। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ধর্ম বলে তাদের দাবি। এদের অনেক শিক্ষাই বৌদ্ধ ধর্মের শিক্ষার মতো।

 

আরো বিস্তারিত পড়তে চাইলে-