প্রশ্নের উত্তর

কোয়ান্টাম কি?

পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম বলতে  কোন কিছু সর্বনিম্ন পরিমাণকে বুঝায় যা মিথস্ক্রিয়ায় বা, কোন একটি প্রক্রিয়ায় অংশ নেয়। এই সর্বনিম্ন পরিমাণ হতে পারে শক্তি, ভর বা, অন্য কিছু।

এই কোয়ান্টাম মেকানিক্স বা, বলবিদ্যাকে পুজি করে কোয়ান্টাম মেথড নামে অদ্ভুত এক জিনিস গড়ে উঠেছে। তারা মেডিটেশন, ধর্ম এবং পদার্থবিজ্ঞান এই তিনের সমন্বয়ে এক অব্যর্থ অস্ত্র তৈরি করে ফেলেছে। এটি নিয়ে জানার আগ্রহ থাকলে নিচের লিংক থেকে পড়ে নিতে পারেন।

বিবিসিতে ১ মিনিটে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে বলেছেন ব্রায়ান কক্স


ভিডিওতে লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে, একটি পার্টিকেল নিয়ে বলা হয়েছে কোন চেতন জগত নিয়ে না। পুরোটাই জড়বস্তু নিয়ে, তার অবস্থানের সম্ভাবনা নিয়ে।

 

আগ্রহ থাকলে পড়তে পারেন-