বাংলা শব্দের অর্থ

ব্যাপার শব্দের অর্থ কি?

‘ব্যাপার’- এই শব্দটি বিশেষ্য পদ। এর অর্থ বা, প্রতিশব্দ হচ্ছে- কান্ড, ক্রিয়া, ঘটনা ইত্যাদি। আমরা প্রায়শই এই শব্দটিকে আমাদের কথাবার্তায়, লেখালেখিতে, আলোচনায়, সংবাদে বিভিন্ন জায়গায় ব্যবহার করি।

  • বানান ভুল করে অনেকে ব্যাপারকে বেপার লেখে, হয়তো ফোনেটিক কিবোর্ড ব্যবহারের অনভ্যস্ততা থেকে এটা হয়
  • এই ব্যাপারে সাকিব আল হাসান বলেছেন…– এরকম বাক্যে ব্যাপার দিয়ে কোন ঘটনা বুঝায়
  • ব্যাপারটি আমাদের অনুধাবন করা উচিত- এখানেও ঘটনা, কান্ড দুটোই হতে পারে

কেউ আবার ব্যাপারকে ব্যাপারীর সাথে গুলিয়ে ফেলবেন সেক্ষেত্রে অর্থ পুরো বদলে যাবে।

আগ্রহ থাকলে পড়তে পারেন-