চমকপ্রদ তথ্য

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হচ্ছে একটি এডভার্টাইজিং মিডিয়া যা বিভিন্ন ওয়াবসাইট এবং ইউটিউবে- টেক্সট, ভিডিও এবং আরো নানা ধরনের বিজ্ঞাপন দেখায়। এর বিনিময়ে ওয়েবসাইটের প্রকাশক এবংইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেয়। এখানে এডসেন্স হচ্ছে তৃতীয় পক্ষ যারা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করে।

গুগল এডস

এটি হচ্ছে গুগলের আরেকটি পণ্য যা বিজ্ঞাপনদাতাদের সাথে কাজ করে। বিভিন্ন ছোট-বড় কোম্পানি গুগলের মাধ্যমে ওয়েবসাইট/ইউটিউবে বিজ্ঞাপন দেয়।  যেসব ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এডসেন্স একাউন্ট খোলে, তাদের সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল এডস এর মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের কাছে স্পেস বিক্রি করে। যেসব কোম্পানি বিজ্ঞাপন দেখাতে চায় তারা বিভিন্ন বিষয় বিবেচনা করে বিজ্ঞাপন দেখায়।

সবাই কেন গুগলকে পছন্দ করে?

গুগল কাস্টমাইজ সার্চের জন্য ৫১% এবং এডসেন্সের জন্য ৬৮% প্রকাশক ওয়েবসাইটকে দেয়। অন্যদিকে ইউটিউবারদের দেয় ৫৫%। বুঝতেই পারছেন তৃতীয় পক্ষ হিসেবে গুগল একটি বড় অংশ রেখে দেয়। এরপরেও সবাই গুগলকে পছন্দ করে। এর পেছনে কিছু কারণ আছে-

  • সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানুষের আগ্রহের সব তথ্য সংগ্রহ করে গুগল। তাই, গুগল জানে কে কিসে আগ্রহী
  • গুগলের বিজ্ঞাপনে অন্য এড মিডিয়ার চেয়ে ভালো ফল পাওয়া যায়
  • বিজ্ঞাপনদাতারা গুগল এডস এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ভালো প্রফিট আশা করতে পারে
  • ওয়েবসাইট প্রকাশক/ ইউটিউবারেরা শতকরা হিসেবে কম হলেও বিজ্ঞাপনের মাধ্যমে ভালো প্রফিট আশা করতে পারে

 

আরেকটি পণ্য আছে গুগলের সেটি হচ্ছে Google Ad Manager, এর মাধ্যমে প্রকাশক প্রতিষ্ঠান আরো বেশী সুবিধা ভোগ করতে পারে। সরাসরি বিজ্ঞাপনের স্পেস বিক্রিও করতে পারে। এটাতে প্রকাশক ওয়েবসাইটের আয় আরো বেশী হয়।

সময় থাকলে আরো পড়তে পারেন-