জাতীয় বাজেট ২০২১-২০২২

জাতীয় বাজেট ২০২১-২০২২ঃ ৫০ তম বাজেট

প্রতিবছর বাজেট ঘোষণার পরে তা নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা হয়। জাতীয় বাজেট ২০২১-২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৫০ তম বাজেট। এটি ঘোষণা করেছেন মানননীয় অর্থমন্ত্রী। বাজেটের নানারকম দিক এই পাতায় পাবেন।

প্রতিপাদ্যঃ জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ

বাজেট ঘোষণা করেছেনঃ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

দাম বাড়ছেঃ বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ী ও বিমানের কাচ, বিদেশী মোবাইল ফোন, সব ধরণের মাংস, মাশরুম, বাদাম ,সাবান, লবণ, আমদানিকৃত গুড়াদুধ, আমদানিকৃত ক্যাপসিকাম।

দাম কমছেঃ করোনা টেস্টকিট, পিপিই, মাস্ক, ভ্যাক্সিন, ক্যান্সারের ওষুধের দাম, দেশী ফ্রিজ, এসি, ওয়াশিং ম্যাশিন, মোটরসাইকেল, পোলট্রি ফিড, দেশী খেলনা, কম্পিউটারের কাচামাল ইত্যাদি।

বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট

জনপ্রশাসন খাতঃ ১ লাখ ১২ হাজার কোটি টাকা

স্বাস্থ্যখাতঃ ৩২ হাজার ৭৩১ কোটি টাকা

শিক্ষা এবং প্রযুক্তিঃ ৯৪ হাজার ৮৭৭ কোটি টাকা

প্রতিরক্ষা খাতঃ ৩৭ হাজার ২৮১ কোটি টাকা

বিদ্যুৎ ও জালানি খাতঃ ২৭ হাজার ৮৮৪ কোটি টাকা

পরিবহন ও যোগাযোগঃ ৭২ হাজার ২৮ কোটি টাকা

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নঃ ৪২ হাজার ১৯৩ কোটি টাকা

সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতঃ ৩৪ হাজার ৩১৯ কোটি টাকা

গৃহায়ণ খাতঃ ৬ হাজার ৩৪৬ কোটি টাকা

শিল্প ও অর্থনৈতিক খাতঃ ৪ হাজার ২৬ কোটি টাকা

প্রতিবারের মতো এবারের বাজেটও ঘাটতি বাজেট। এখানে ঘাটতির পরিমাণ হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এই পরিমাণটা মোট জিডিপির ৬.২ শতাংশ। বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবর অনুসারে- সেন্টার ফর পলিসি ডায়লগ, সিপিডি এই ঘাটতি বাজেট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

ADP: Annual Development Plan(বার্ষিক উন্নয়ন পরিকল্পনা)

এই বছরে সোয়া দুই লাখ কোটি টাকার এডিপি ঘোষণা করা হয়েছে। এই বছরে যে এডিপির আকার এর আগের এডিপির চেয়ে ১৪% বেশী। এই এডিপির ৬১ শতাংশ আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে, বাকি ৩৯% আসবে বৈদেশিক সম্পদ থেকে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর বক্তব্যের সূত্র ধরে বিডিনিউজ২৪, প্রথম আলো ইত্যাদি পত্রিকায় প্রকাশিত খবর থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। আগামী বছর ৩৫৬ টি প্রকল্পের কাজ শেষ করা হবে। আগামী ঈদের পর National Economic Council( NEC) এর সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটা চুড়ান্ত করা হবে।

 

সময় থাকলে পড়তে পারেনঃ