সৌরজগতের গ্রহগুলো

সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা

শনির বলয় দেখুন

 

সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকারে ঘুরছে আটটি গ্রহ। সূর্য্য থেকে দূরত্ব বিবেচনায় আমাদের পৃথিবী তিন নম্বরে। বাকিগুলো হচ্ছে- বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।

আমরা ছোটবেলায় প্লুটোসহ পড়েছিলাম। সম্প্রতি দেখা গেছে প্লুটোকে আসলে গ্রহের মর্যাদা দেয়া যায় না। এটা নেপচুনের কক্ষপথে ঘোরে বলেই সম্ভবত এই মর্জাদা রদ করা হয়েছে। চলুন নাম আর সংক্ষিপ্ত বর্ণনা দেখে নেই-

বুধ(Mercury)

ইংরেজীতে বলা হয় Mercury। এটি সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৮৮ দিন। এখানে বৃষ্টি, বাতাস, পানি নেই, বায়ুমন্ডল নেই, উপগ্রহও নেই।

শুক্র(Venus)

এই গ্রহকে আমরা শুকতারা আর, সন্ধ্যাতারা নামে চিনি। ইংরেজী নাম হচ্ছে Venus। এটি তারা নয়, তবুও বাংলা ভাষায় একে তারা বলে ডাকি(সেতো উল্কাকেও ডাকি)। সূর্য্য থেকে দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার। ২২৫ দিন সময় লাগে একবার সূর্যকে ঘুরে আসতে। ঘাড়ত্যাড়া গ্রহ, সবাই পাক খায় পশ্চিম থেকে পূর্ব দিকে, এই ব্যাটা পাক খায় পূর্ব থেকে পশ্চিমে।

নিচের ছবিটি আপনার উপকারে আসতে পারে, ভালো করে দেখে নিন-

সৌরজগতের বিস্তারিত বর্ণনা

এই ছবিটি  Creative Commons Attribution-Share Alike 4.0 International license এর আওতাভুক্ত। ছবির জন্য Beinahegut এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পৃথিবী(Earth)

আমর থাকি পৃথিবীতে। এটি সূর্য থেকে দূরত্বের হিসেবে তৃতীয়, এটিকে ইংরেজীতে বলা হয় Earth, mother earth, planet earth। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড লাগে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে। আমরা এমন জায়গায় থাকি যেখানে বায়ুমন্ডল আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, গাছপালা আছে, পানি আছে, প্রাণ আছে।

মঙ্গল(Mars)

সূর্য থেকে গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার, এর ইংরেজী নাম Mars। এই গ্রহকে নিয়ে ‘প্রাণের অস্তিত্ব আছে’ এমন গুজব ছড়াতে অনলাইন পোর্টালগুলো সবচেয়ে বেশী পছন্দ করে। একবার সূর্যকে ঘুরে আসতে আমাদের প্রায় ডাবল সময় নেয়- ৬৮৭ দিন। ফোবস এবং ডিমোস এই গ্রহের উপগ্রহের নাম।

বৃহস্পতি(Jupiter)

এটিকে বলা হয় গ্রহরাজ বৃহস্পতি, কারণ এটিই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। সূর্য থেকে প্রায় ৭৭.৮ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রহটি আমাদের আবাসভূমি পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়। এখানে ৪৩৩১ দিনে বছর হয়, এর উপগ্রহের সংখ্যা ৬৭ টি।

শনি(Saturn)

জ্যোতিষীদের প্রিয় একটি গ্রহ, এর ভয় দেখিয়ে ভালোই কামানো যায়। এর ইংরেজী নাম Saturn। আকারে দুই নম্বর এই  সূর্য থেকে গ্রহটির দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। এর ৬২ টি উপগ্রহ আছে।  একবার সূর্যকে ঘুরে আসতে প্রায় ৩০ বছর সময় নেয়।

ইউরেনাস(Uranus)

সূর্য থেকে এর দূরত্ব ২৮৭ কোটি কিলোমিটার। ৮৪ বছরে একবার সূর্যকে ঘুরে আসে। ২৭ টি উপগ্রহ আছে। এরও শনির মতো বলয় আছে, উজ্জ্বল না বলেই হয়তো সেগুলো নিয়ে ভাগ্যগণনার ব্যবসা চলে না।

নেপচুন(Neptune)

সূর্য থেকে এর দূরত্ব ৪৫০ কোটি কিলোমিটার। এটি আয়তনে ৭২ টি পৃথিবীর সমান, দূরে বলে ছোট ভাববেন না। বায়ুমন্ডলে মিথেন আর, এমোনিয়া আছে। এর উপগ্রহ আছে ১৪ টি।