চমকপ্রদ তথ্য

স্লিভার কাকে বলে?

কাপড়ের মিহি সুতা তৈরির জন্য অপেক্ষাকৃত খাট তন্তুগুলোকে বাদ দিতে হয়। এজন্য কার্ডিং এবং কম্পিং করা হয়। এতে করে ছোট তন্তুগুলো আলাদা হয়ে প্রয়জনীয় দৈর্ঘ্যের সুতার একটি আলাদা আস্তর তৈরি হয়। এই আস্তরণকেই স্লিভার বলে।

উপরের সংজ্ঞাটি টেক্সটাইল এর ক্ষেত্রে সত্যি। তবে, Sliver শব্দের আরো কিছু অর্থ আছে। ইংরেজী ভাষায় অন্য অর্থেও এই শব্দের ব্যবহার দেখতে পাবেন। এর আরো দুটি অর্থ হচ্ছে-

  • দক্ষিণ আমেরিকায় মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এই শব্দটি দিয়ে বুঝানো হয় কোন খাবার ছোট ছোট করে, পাতলা করে কেটে টুকরো করা
  • অন্য যেকোন দেশে এটি বলতে বড় কোন টুকরা থেকে কেটে ছোট টুকরা করা বুঝায়

 

আপনাদের বোঝার সুবিধার্থে একটি ভিডিও যোগ করে দিচ্ছি। ভিডিওতে দেখতে পাবেন, কিভাবে কার্ডিং ম্যাশিন দিয়ে স্লিভার তৈরি করা হয়-