নতুন লেখা প্রকাশ

কপিরাইট ফ্রি ছবির জন্য–  Pixabay বা, Pexels ব্যাবহার করতে পারেন। এই দুটি সাইট থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করে লেখার নিচে Upload an image এ Choose file থেকে ফিচার্ড ইমেজ যোগ করতে পারবেন। ছবি না দিলেও চলবে, তবে দিলে কপিরাইট ফ্রি হতে হবে।

মোট লেখার সংখ্যাঃ 1,843  মোট মন্তব্য সংখ্যাঃ 764

লেখা প্রকাশের জন্য আরো ভালো কিছু অপশন

সরাসরি লেখা প্রকাশ করতে নিচের ফর্মটি ব্যবহার করুন-

Please log in to submit content!

 

  1. অন্য কারো লেখা অন্য কোন জায়গা থেকে কপি করে এখানে প্রকাশ করা যাবে না
  2. কোন ব্যক্তি বা, গোষ্ঠীকে প্রত্যক্ষ বা, পরোক্ষভাবে আক্রমণ করে কিছু লেখা যাবে না
  3. রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলতে হবে
  4. এখানে প্রকাশিত লেখার সম্পূর্ণ কৃতিত্ব এবং দায়ভার লেখকের নিজের, lekhok.me এর নয়
  5. এখানে বর্ণিত নীতিমালা ভঙ্গ করলে তাকে সাময়িক বা, স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে
  6. লেখায় হ্যাকিং, ক্রাকিং, উগ্র যৌনতা, বিটকয়েন, ক্যাসিনো এগুলোর প্রচার করা যাবে না
  7. অসম্পূর্ণ লেখা লিখে বাকি অংশ পড়ার জন্য অন্য কোন লিংক দেয়া যাবে না, এখানেই সম্পূর্ণ লেখা প্রকাশ করতে হবে
  8. প্রাসঙ্গিক হলে যেকোন ওয়েবসাইটের লিংক লেখার মাঝে দিতে পারেন(ডু ফলো লিংক নিয়ে আমাদের আপত্তি নেই), তবে
  9. সেটি অবশ্যই মূল আর্টিকেল থেকে আলাদা কিন্তু পাঠকদের কাজে লাগবে এমন হতে হবে।

যেমনঃ “রঙ কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে”- এই শিরোনামের লেখার মাঝে লাল বা, সবুজ রঙ নিয়ে উইকিপিডিয়া আর্টিকেল বা, অন্য যেকোন আর্টিকেলের লিংক দিতে পারেন, সেটি স্বাভাবিক(তথ্যসূত্রে বা, লেখার মাঝে এংকর হিসেবে  যেভাবে খুশি দিতে পারেন)।  আর্টিকেল অসম্পূর্ণ রেখে,  বাকি অংশের জন্য একই শিরোনামের  বাইরের সাইটের কোন লেখার লিংক দেয়া যাবে না।