অশান্ত পৃথিবী

0

পৃথিবীতে কি শুরু হলো ,এ বেলায়?
মরা – মারী হত্যা, লুটে ভরপুর সব
মেতেছে আজ ওরা ভয়ানক খেলায়
দিনে দিনে শুরু হয়েছে মৃত্যুর কলরব

দিকে দিকে শুধু আমি হাহাকার শুনি,
পৃথিবীর চতুর্দিক থেকে ভেসে আসে,
তাদের আর্তনাদ সময় যাই শুধু গুনি।
আকাশ বাতাস ভারি তাদের দীর্ঘশ্বাসে।
বন্ধু!তোদের হরষ ধ্বনি ভেসে আসে

বন্ধু! তারা তো তোদেরই ভাই
ওদের লাগি তোদের কি একটু মায়া নাই?
অনাহারে অর্ধাহারে ওরা যায় মারা
তোরা খাস কোর্মা,পোলাও,খুশিতে দিশাহারা
হায় রে! জগতে এ কি শুরু হলো
এ কি মানবতা? পৃথিবী বলো, বলো

আমরা জগতে কি মন্ত্র পড়ে এসেছি              তটুকু তার কাজে ফলাতে পেরেছি          বাব কিন্তু দিতে হবে, পাবে না পার    মানবতার দরবারে বিচার হবে তোমার।        বন্ধু! এখনো আছে সময়, শোধরাও!       কলঙ্কিত হবে পদে,পদে তুমি কি চাও?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Asad Ahmed

Author: Asad Ahmed

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply