0
পৃথিবীতে কি শুরু হলো ,এ বেলায়?
মরা – মারী হত্যা, লুটে ভরপুর সব
মেতেছে আজ ওরা ভয়ানক খেলায়
দিনে দিনে শুরু হয়েছে মৃত্যুর কলরব
দিকে দিকে শুধু আমি হাহাকার শুনি,
পৃথিবীর চতুর্দিক থেকে ভেসে আসে,
তাদের আর্তনাদ সময় যাই শুধু গুনি।
আকাশ বাতাস ভারি তাদের দীর্ঘশ্বাসে।
বন্ধু!তোদের হরষ ধ্বনি ভেসে আসে
বন্ধু! তারা তো তোদেরই ভাই
ওদের লাগি তোদের কি একটু মায়া নাই?
অনাহারে অর্ধাহারে ওরা যায় মারা
তোরা খাস কোর্মা,পোলাও,খুশিতে দিশাহারা
হায় রে! জগতে এ কি শুরু হলো
এ কি মানবতা? পৃথিবী বলো, বলো
আমরা জগতে কি মন্ত্র পড়ে এসেছি কতটুকু তার কাজে ফলাতে পেরেছি জবাব কিন্তু দিতে হবে, পাবে না পার মানবতার দরবারে বিচার হবে তোমার। বন্ধু! এখনো আছে সময়, শোধরাও! কলঙ্কিত হবে পদে,পদে তুমি কি চাও?

0