মেয়েদের চুলের রং লাল হয়।অথচ আজ পর্যন্ত আমি একটি মেয়ের চুলে একটি লাল গোলাপ ফুল গুঁজে দিতে পারলামনা এ আমার এক দুঃখ।আজ আমাকে একটি মেয়ে ভালবাসি বলল, অথচ তার খোঁপায়ও দিতে পারিনি গুঁজে কোন লাল গোলাপ ফুল। কবে যে একটি মেয়ে এসে বলবে, আমি তোমাকে ভালবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবনা আর অমনি আমি গুঁজে দেব একটি গোলাপ ফুল সে আমার এক অপেক্ষা।
মেয়েরা সাধারণত মাংসাশী হয়, মাংস খেতে খুব ভালবাসে।অথচ কোন মেয়ের পাতে এক টুকরো মাংস আজ আমি তুলে দিতে পারলামনা এ আমার এক দুঃখ। ভাবতেছি এভাবেই কি দিন যাবে। দিন যতই যাচ্ছে ততই দিন খারাপ হচ্ছে।
ভাবতেছি কোন একদিন একটি মেয়েকে নিয়ে এসে বলব আমার পাতে বস আর ইচ্ছে মত মাংস খাও।মাংস খাওয়ার প্রাক্কালে কোন এক মুহূর্তে মাথায় গুঁজে দেব একটি লাল রঙের বাহারি গোলাপ ফুল। সে ফুল পেয়ে যদি সে খুশি হয় বলব, আমার খুশির কোন অন্ত নাই আমার খুশির কোন অন্ত নাই এ শুধু আদম হাওয়ার জন্যই করে।আদম হাওয়ার কথা শুনে যদি সে খুশি হয় বলব এখানে বস দেখি তোমার সাথে কিছুক্ষণ প্রেমের আলাপ করি।প্রেমের আলাপ করতে গিয়ে মুখে ছুঁড়ে দেব এক বিরাট চুমু।
