0
যার কেউ নেই? তার আল্লাহ আছে। হে আল্লাহ সেই তোমাকে খুঁজি যেই তুমি অসীম দয়াময়। একবার যদি আমার দ্বারে এসো যা চাও তাই দেব, শুধু একবার আমার দ্বারে এসো।তুমি যে অসীম, দয়াময়, মহান, রাব্বুল আলামিন, এসো এসো আমার দ্বারে এসো।না আসা কি তোমাকে মানায়? না মানায়না, একটুখানি এসো, এসে খানিকটুকু বোসো।আমি যে তোমার অপেক্ষায়, খানিকটুকু বোসো, শুধু খানিকটুকু।

0