একুশ

0

আমার হৃদয়ে ভুবনে বহিছে

উজ্জল বর্ণমালা,

যেই বর্ণের স্মৃতিবাণী ঘিরে

একুশ এনেছে মেলা৷

 

একুশ দিয়েছে তরুণ হৃদয়ে

সাহস দীপ্ত ও প্রাণ,

বাংলার মাটি রক্ষতে ভূমি

বিলে দিতে তার জান৷

 

একুশে ঝরেছে রক্ত শহীদের

কেঁদেছে মাতৃকোল,

থেমেছে দামামা উড়ছে আমামা

খুশিতে বাজিছে ঢোল৷

 

একুশ দিয়েছে মুক্ত চেতনা

মায়ের স্বপ্ন আশা,

দেশের জন্য জাতির জন্য

স্বাধীন বাংলা ভাষা৷

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রক্তেমোড়া লাশ

আবু সাঈদ জুলাই মাসের বিপ্লবী ওই বীর, স্বৈরাচারকে রুখতে সবাই উচ্চে রাখে শির। জুলাইয়ের ওই প্রথম প্রহর ছিলো রক্তে লাল,

তুমি এসো

তুমি এসো, ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে… দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া, ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।   তুমি

বর্ষার খুশি

বর্ষা এলে সুবাস ছড়ায় কদম কেয়া গন্ধ, কবিরা তাই কাব্য সাজায় লিখে দারুণ ছন্দ। আষাঢ় এলো বর্ষা নিয়ে কদম কেয়া

স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা, স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক, অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন, জল হয়ে

One Reply to “একুশ”

Leave a Reply