বীরপুরুষ

0

যুদ্ধের ময়দানে কত লোক মারা যায় অথচ আজ আমি মরলামনা।তার মানে?  মনে প্রাণে যুদ্ধ করিনি।এমন যুদ্ধ কেন হল যে যুদ্ধে প্রাণমন নেই। হে ঈশ্বর তুমি আমাকে প্রাণমনওয়ালা যুদ্ধে শামিল হওয়ার তওফিক দাও।

আবার যেদিন যুদ্ধ করতে যাব অবশ্যই প্রাণমনওয়ালা যুদ্ধে শামিল হব।তানাহলে যে কেউ আমাকে যোদ্ধা বলবেনা।বলবে, ভীরু, কাপুরষ। আমি কখনই কাপুরুষদের অন্তর্ভুক্ত হতে চাইনা।প্রয়োজনে জীবন যৌবন সব বিলিয়ে দেব তবুও আমি বীরপুরুষ হয়ে মরতে চাই।

ভবের দুনিয়াতে যে যা পেয়েছে সব বীরপুরুষদের কারনেই। আমি সেই বীরপুরুষ হয়ে মরতে চাই। আমার ভাগ্যে কি সেই পৌরষত্ব আছে? যদি না থাকে-আমার যেন এখনই মরন হয়, এখনই…।

 

 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply