0
যুদ্ধের ময়দানে কত লোক মারা যায় অথচ আজ আমি মরলামনা।তার মানে? মনে প্রাণে যুদ্ধ করিনি।এমন যুদ্ধ কেন হল যে যুদ্ধে প্রাণমন নেই। হে ঈশ্বর তুমি আমাকে প্রাণমনওয়ালা যুদ্ধে শামিল হওয়ার তওফিক দাও।
আবার যেদিন যুদ্ধ করতে যাব অবশ্যই প্রাণমনওয়ালা যুদ্ধে শামিল হব।তানাহলে যে কেউ আমাকে যোদ্ধা বলবেনা।বলবে, ভীরু, কাপুরষ। আমি কখনই কাপুরুষদের অন্তর্ভুক্ত হতে চাইনা।প্রয়োজনে জীবন যৌবন সব বিলিয়ে দেব তবুও আমি বীরপুরুষ হয়ে মরতে চাই।
ভবের দুনিয়াতে যে যা পেয়েছে সব বীরপুরুষদের কারনেই। আমি সেই বীরপুরুষ হয়ে মরতে চাই। আমার ভাগ্যে কি সেই পৌরষত্ব আছে? যদি না থাকে-আমার যেন এখনই মরন হয়, এখনই…।

0