0
বাবাও নেই মাও নেই। তার মানে? সে এতিম।এই এতিমকে সাহায্য করবে কে, এমন কেউ আছে? না, নেই। তার মানে? সবাই এতিম।
এমন এতিমের সৃষ্টি হল কেন? এমন এতিমের সৃষ্টি না হলেতো ভাল হত।এমন এতিমের সৃষ্টি হয়েছে কারন আল্লাহ নিজেই একদিন এতিম ছিল। তখন তিনি বলেছিলেন, আমি যেহেতু এতিম তাই সবাইকে এতিম করে দেওয়া আমার দায়িত্ব। সেই থেকে সবাই এতিম।
0
আপনি এগুলো কি বলতেছেন?