এমন একটি দিন

0

আজও ‘ভালবাসি’;

আজও ‘গান গাই ‘;

আজও ‘শুধু হাসি’।

কেন?

আজও আমার ভাল লাগে।

এমন একটি দিন যেন কভু না ফুরায়।কারন এমন একটি দিন ফুরিয়ে গেলে আমি মরে যাব।

 

এমন একটি দিনের জন্য কেউ কাঁদে কিনা আমি জানিনা।কিন্তু আমি কাঁদি কারন, এমন একটি দিন ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

 

এমন একটি দিন স্বপ্নে দেখেছি, এমন একটি দিনের গান গেয়েছি, এমন একটি দিন রঙে মেখেছি।আজ সে দিন’ আসল আজ আমি কোথায় থাকব!

এমন একটি দিন যেন না আসে যেদিন এ’ দিন’ ফুরিয়ে গেছে।

 

এমন একটি দিনের স্বপ্ন দেখলে কি হয়?

অনেক কিছু পাওয়া যায়।

আজ আমি অনেক কিছু পাব বলে মনে হয়।

সে কি আমার প্রেমিকা?

না সে আমার প্রেমিকা নয়, সে আমার আরো আপনজন।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

Leave a Reply