0
এ আই যুগে কোথাও খুঁজে
পাবে নাকো কালো,
রূপ পাল্টিয়ে ছড়ায় তবে
চাঁদের মত আলো।
নিজের দেখে অবাক হয়ে
বেজায় খুশি মনে,
রূপের এমন গড়ন দেখে
মুগ্ধ সকল জনে।
ক্ষণেক খুশি নিয়ে ওঁরাই
বাস্তবতায় দুখি,
এ আই দিয়ে পাল্টিয়ে রূপ
নেইতো ওঁরা সুখি।
রূপের চেয়ে সুন্দর মনের
মানুষ খোঁজে সবে,
সুন্দর মনের মানুষগুলো
থাকে হৃদয় তবে।
এ আই দিয়ে কয়লা মনের
কালি ধোঁয়া যেত,
মানব সমাজ তবে একটা
সুন্দর ধরা পেতো।
এ আই দিয়ে মনটা সুন্দর
করার আসে যুগ,
সকল মানব থাকবে ভালো
রবে না আর দুখ।

0