তোমার একটি নাম আছে। সে নাম আমি ভালবাসি। একদিন যদি না দেখি তোমায় মনে হয় কতদিন দেখিনি। তখন আমি সে নাম স্মরণ করি। তোমাকে দেখলেই কাশ্মিরের গোলাপ ফুল মনে হয়।যে ফুলের তুলনা ‘শুধু তুমি ‘। তোমাকে দেখলেই সে নাম আমি স্মরণ করি। তুমি এত সুন্দর নাম পেলে কোথায় আমাকে একবার বলবে কি? যদি বল আমি দেখতে যাব।
ভালবাসা কি জিনিস আজও বুঝলামনা। ভালবাসা কি নীল নদের জল, না আকাশের পানি, না পথহরা পথিকের গান আমাকে একবার বলবে কি? যদি বল সে নাম আমি সারাক্ষণ স্মরণ করব।এতবার স্মরণ করব যে তার কোন তুলনা থাকবেনা।
কাঁদতে কাঁদতে মানুষ কি করে? মারা যায়, বলে, বেঁচে থেকে আর লাভ কি।আমি মরে গেছি তোমার প্রেমে পড়ে, সে নাম আমাকে সারাক্ষণ জ্বালায়, শুধু জ্বালাতেই থাকে।
সে নামের মহিমা কেউ বলে বা লিখে শেষ করতে পারবে? জানি পারবেনা।তাইতো আমি লিখছি, অবিরত লিখছি, শুধু লিখেই চলেছি, এর শেষ যে কোথায় কাক পক্ষিও টের করতে পারবেনা।
