হে ঈশ্বর, তুমি আমার দিকে একবার চাও; তুমি যদি আমাকে মেরে ফেল, আমি কোথায় যাব? ” কি করব? কি খাব? কে আমাকে আশ্রয় দিবে? “। তুমি আমাকে আশ্রয় দাও, তুমি যে আমার শেষ আশ্রয় ; শেষ আশ্রয় ছাড়া কি বাঁচা যায়?
হে আল্লাহ তুমি আমাকে নিঃস্ব কোরোনা, আমার দিকে চোখ মেলে চাও; তুমি চোখ মেলে চাইলে সাগর দরিয়া হয়ে যায়, দরিয়া সাগর হয়ে যায়; সেই তোমার দিকে চেয়ে আছি।
তুমি আমাকে একবার বলঃ তুমি আর আমাকে তোমার সে গান শোনাবেনা যে গান আমার ভালো লাগেনা, যে গান মিষ্টি, মধুর, মনে দোলা দেয় মধুর মত সে গান শোনাবে।
হে আল্লাহ, আমি তোমার পথ চেয়ে আছি হাজার বছর তুমি এ পথ এক বছর করে দাও।
হে আল্লাহ তোমার নাম গাফুর, তোমার নাম রহিম, তোমার নাম রহমান।তুমি তোমার এ নামের অবমাননা কোরোনা।তুমি তোমার নিজের নামের অবমাননা করলে তুমি যে তোমার নিজের কাছে ছোট হয়ে যাবে।
হে আল্লাহ আমি শুনেছি কাল নাকি সূর্য উঠেবেনা।তুমি এ সত্যকে এমন এক সত্যে পরিণত করে দাও যে সত্যের উপরে কোন সত্য নেই; কারন, তুমি যে সর্বেসত্য ।