0
#কবিতা
পলাশ সাহার মৃত্যু
আফছানা খানম অথৈ
পলাশ সাহার জীবনে
এসেছিল এক রমনী
বিবাহ বন্ধনের মাধ্যমে
হলো সে ঘরনী।
প্রথম কদিন ভালো কাটলেও
পরে বাঁধে গন্ডোগোল
বউ শ্বাশুড়ির মাঝে চলে
রীতিমতো হট্টগোল।
বউ মানে না শ্বাশুড়িকে
করে সদা ঝগড়া
পলাশ সাহা কিছু বললে
ছুড়ে মারে মগড়া।
যতই বুঝাই বুঝ মানে না
বাড়ে আরও তিক্ততা
শ্বাশুড়িকে বউ করে না
কোনো রকম ভক্তা।
ডিপ্রেশনে ভোগে পলাশ
কাউকে কিছু বলে না
মাথার ভিতর ঘোরে বেড়ায়
হাজার রকম যন্ত্রণা।
মাও বউকে ভালোবাসে
কাউকে ছাড়তে চাই না
দুজন মিলে সুখে থাকুক
এই ছিল তার কামনা।
সুখ সইল না তার কপালে
ঝরে পড়ল অকালে
অভিমানের পাহাড় নিয়ে
প্রাণ হারাল সকালে।
নিজের হাতে বুলেট ফায়ার
করলো নিজের মাথাতে
রক্তমাখা দেহখানি
পড়ে রইল মেঝেতে।

0