কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ

0

#কবিতা
পলাশ সাহার মৃত্যু
আফছানা খানম অথৈ

পলাশ সাহার জীবনে
এসেছিল এক রমনী
বিবাহ বন্ধনের মাধ্যমে
হলো সে ঘরনী।

প্রথম কদিন ভালো কাটলেও
পরে বাঁধে গন্ডোগোল
বউ শ্বাশুড়ির মাঝে চলে
রীতিমতো হট্টগোল।

বউ মানে না শ্বাশুড়িকে
করে সদা ঝগড়া
পলাশ সাহা কিছু বললে
ছুড়ে মারে মগড়া।

যতই বুঝাই বুঝ মানে না
বাড়ে আরও তিক্ততা
শ্বাশুড়িকে বউ করে না
কোনো রকম ভক্তা।

ডিপ্রেশনে ভোগে পলাশ
কাউকে কিছু বলে না
মাথার ভিতর ঘোরে বেড়ায়
হাজার রকম যন্ত্রণা।

মাও বউকে ভালোবাসে
কাউকে ছাড়তে চাই না
দুজন মিলে সুখে থাকুক
এই ছিল তার কামনা।

সুখ সইল না তার কপালে
ঝরে পড়ল অকালে
অভিমানের পাহাড় নিয়ে
প্রাণ হারাল সকালে।

নিজের হাতে বুলেট ফায়ার
করলো নিজের মাথাতে
রক্তমাখা দেহখানি
পড়ে রইল মেঝেতে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাজার ও মানবতা

  বাইরে বৃষ্টির ভাব। মনে হচ্ছিল, এখনই অঝোরে বৃষ্টি নামবে। কিন্তু কিছু করার নেই — আমাকে বের হতেই হবে। রোগী

গল্প ডিভোর্স মেয়ে আফছানা খানম অথৈ

গল্প ডিভোর্সি মেয়ে আফছানা খানম অথৈ তানহার বিয়ে হতে না হতে ডিভোর্স হয়ে যায়।শিক্ষিত সুন্দরী চাকরীজীবি তবুও সংসার টিকাতে পারলো

বিদেশে রয় বেশ

রাজনীতির ঐ লাভটা ভেবে দলে দিচ্ছে যোগ, টাকা কামায় রাজার বেশে করবে নাকি ভোগ। হঠাৎ করেই দালান কোঠা গড়তে যারা

চাষি আমি ভাই

গাঁয়ের চাষি খেত খামারে ফসল বুনি রোজ, ফসল ফলায় নিত্যদিনে অন্নের করি খোঁজ। পাড়াগাঁয়ের খেটে খাওয়া চাষি আমি ভাই, খেত

Leave a Reply