0
ফুল
আফছানা খানম অথৈ
হাসনা হেনা দোলন চাপা
বাগান জুড়ে ফুলের মেলা।
জুঁই চামেলি গোলাপ জবা
ফুটে আছে কানন ভরা।
ছেলে মেয়ে গাঁথে মালা
সুন্দর সুন্দর ফুলের মালা।
বেলী,বকুল,রজনীগন্ধা
সুবাস ছড়ায় সকাল সন্ধ্যা।
ঘ্রাণে ঘ্রাণে সুবাসিত
সারা বাড়ি মুখরিত।
নানান ফুলের নানান বেস
কী যে দারুণ মজার দেশ।

0