1
বিজয় স্মৃতি
আফছানা খানম অথৈ
বীর বাঙালি অস্ত্র ধর
জীবন দিয়ে যুদ্ধ কর
শত্রু সেনাদের পরাস্ত্র কর
বিজয় মালা চিনিয়ে আন।
বাঙালি জাতি বীরের জাতি
মাথা নোয়াবার নয়,
রক্ত দিয়ে ছিনিয়ে এনেছেন
স্বাধীনতার বিজয়।
বছর ঘুরে আসে যখন
বিজয় স্মৃতির দিন,
জাতির মাঝে ভেসে উঠে
রক্তঝরা অতীত স্মৃতি ।
ভুলতে চাইলে যায় না ভুলা
রক্তঝরা দিনগুলো বড়ই জ্বালা,
মুক্তিসেনারা অমর অক্ষয়
অম্লান হয়ে থাকবে আজীবন।
যতদিন বহমান থাকবে
পৃথিবীর ধারা ,
বাঙালির হৃদয়ে গেঁথে রবে
এই বিজয়ের ধারা।

1
অসাধারণ