কবিতা বিজয় স্মৃতি আফছানা খানম অথৈ

1

বিজয় স্মৃতি

আফছানা খানম অথৈ

বীর বাঙালি অস্ত্র ধর
জীবন দিয়ে যুদ্ধ কর
শত্রু সেনাদের পরাস্ত্র কর
বিজয় মালা চিনিয়ে আন।
বাঙালি জাতি বীরের জাতি
মাথা নোয়াবার নয়,
রক্ত দিয়ে ছিনিয়ে এনেছেন
স্বাধীনতার বিজয়।
বছর ঘুরে আসে যখন
বিজয় স্মৃতির দিন,
জাতির মাঝে ভেসে উঠে
রক্তঝরা অতীত স্মৃতি ।
ভুলতে চাইলে যায় না ভুলা
রক্তঝরা দিনগুলো বড়ই জ্বালা,
মুক্তিসেনারা অমর অক্ষয়
অম্লান হয়ে থাকবে আজীবন।
যতদিন বহমান থাকবে
পৃথিবীর ধারা ,
বাঙালির হৃদয়ে গেঁথে রবে
এই বিজয়ের ধারা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

One Reply to “কবিতা বিজয় স্মৃতি আফছানা খানম অথৈ”

Leave a Reply