0
কবিতা
ভালোবাসার বন্ধন
আফছানা খানম অথৈ
বউ হলো আপনজন
স্বামী হলো স্বজন,
এই দুয়ে মিলে হয়
ভালোবাসার বন্ধন।
এই বন্ধন চিরস্থায়ী
মৃত্যু অবধি,
কোন কারণে না হয় যেন
ভালোবাসার ঘাটতি।
বউকে ভালোবাসলে পুণ্যে হয়
শরীয়তে কয়,
এমন মধুর ভালোবাসা
প্রতিটি নারী চাই।
বিশ্বাসে ভালোবাসা
অবিশ্বাসে পরাজয়,
স্বামী -স্ত্রীর ভালোবাসা
থাকে যেন চির অক্ষয়।

0