0
চেয়েছিলাম আকাশ হতে, আকাশ হতে পারলামনা।তাহলে কি পাতাল হব? পাতালওতো অনেক বড়।তাহলে কি হব? এমন কিছু কি আছে যা হওয়া যায়? কিছুই তো নাই। তাহলে কিছুর কেন সৃষ্টি হল!
কিছুর যদি সৃষ্টি না হত তাহলে কি হত? কামাল কামাল হতে পারতনা, জামাল জামাল হতে পারতনা, শামাল চিরদিন শামালই থেকে যেত কারন শামালের এক হাত বাঁকা। তাহলে কিছুর জন্ম নেয়া সার্থক। হে কিছু তুমি কিছুনাকিছু নিয়ে আস, আর কিছু না হোক অন্তত তোমার মাকে নিয়ে আস যে’ মা তোমাকে জন্ম দিয়েছেন।

0