0
খুব সুন্দর করে হাসতে তুমি। হাসলে গালে টোল পড়ত। একদিন হাসতে হাসতে কুটি কুটি হয়ে গেলে। এই কুটি কুটি হলে কেন? কুটি কুটি না হলে যে আমার ভাল লাগেনা। তাহলে নিয়মিত কুটি কুটি হও। এখন তুমি নিয়মিত কুটি কুটি। এ কুটির শেষ কোথায়?
তুমি কুটি হবে বলেই কি আমি জন্মেছিলাম সে কথা বলে গেলেনা। সে কথা যদি বলতে মনে হয় হাজার হাজার কুটি আমাকে ছেয়ে যেত।

0
আমি লিখবো কিভাবে বুঝতেছি না
কেউ জানলে একটু সাহায্য করেন।
রেজিষ্ট্রেশন করেন।এরপর লগইন করে নতুন লেখা প্রকাশ করুন এ যান।