বল বাই বল ক্রিকেট খেলার স্কোর

ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখুন অনলাইনে

play icon Listen to this article
0

আপনারা অনলাইনে অনেক কিছু লিখে খোজাখুজি করেন যেমনঃ ক্রিকেট লাইভ স্কোর, ক্রিকবাজ লাইভ স্কোর, আইপিএল লাইভ স্কোর ইত্যাদি। আমরা সেরা ৫ টি ওয়েবসাইট খুজে বের করেছি যেখান থেকে সহজেই আপনি বল বাই বল স্কোর দেখতে পারবেন। এছাড়া খেলাধুলা নিয়ে অনেক তথ্য এইসব সাইটে পাবেন।

লাইভ খেলা না দেখে স্কোর কেন দেখবো?

কারণ, আমাদের সবারই সময়ের দাম আছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যাস্ত থাকি। ক্রিকেট খেলা যারা ভালোবাসেন তারা শত ব্যস্ততার মাঝেও প্রিয় দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নিতে চান। বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা দেখা গেল কি না, সাকিব আল হাসান কেমন খেলছে, লিটন দাসের কি অবস্থা, মুশফিক আজকে সেঞ্চুরি করতে পারবে কি না। এক নজরে দেখার জন্য আমরা লাইভ স্কোর খুজি।

(এই পেজটি বুকমার্ক করে রাখুন, তাহলে ভবিষ্যতে সহজে খুজে পাবেন)

চলুন দেখে নেয়া যাক কোন কোন সাইটে লাইভ স্কোর দেখা যায়- 

1. ESPN Cricinfo

খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি যেকোন দল, টুর্নামেন্ট বা, খেলার ফরম্যাট বেছে নিয়ে আপনার চাহিদামতো লাইভ খেলার স্কোর দেখতে পাবেন।

এখন দেখুন –

 

2. Cricbuzz

এই সাইটে আন্তর্জাতিক, দেশীয় খেলা, নারী, পুরুষ এভাবে ভাগ করা আছে। আপনার পছন্দমতো দেখতে পাবেন। আর, সামনে কি খেলা আছে সেটাও দেখে নিতে পারবেন। Cricbuzz বেশ দ্রুত লোড হয়। তাই, ইন্টারনেটের স্পিড খারাপ থাকলেও এখান থেকে খেলা দেখা যাবে।

এখন দেখুন –

 

3. Sportskeeda

এখানে গেলে চলমান খেলাগুলোর স্কোরের একটি লিস্ট আপনার সামনে হাজির হবে। সেখান থেকে আপনি যে খেলার স্কোর দেখতে চান সেটি খুজে পাবেন। আমার কাছে বেশ ভালো সাইট মনে হয়েছে। ওয়েবসাইট লোড হতে খুব বেশী সময় নেয় না।

এখন দেখুন –

 

4. ICC- Cricket

আপনার যদি মনে হয় সরাসরি আইসিসি(আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ) এর ওয়েবসাইট থেকে স্কোর দেখবেন তাহলে এই ওয়েবসাইট আপনার জন্য। খুব সুন্দরভাবে চলমান খেলাগুলোর স্কোর সাজানো আছে। গেলেই দেখতে পাবেন। আর, আগের খেলার রেজাল্ট প্লেয়ারদের র‍্যাংকিং সবকিছু এই সাইটে খুজে পাবেন।

এখন দেখুন –

 

 

5. BDcrictime

আপনার যদি মনে হয় যে আমি বিদেশী কোন ওয়েবসাইট থেকে স্কোর দেখবো না। বাংলাদেশী ওয়েবসাইট থেকে দেখবো। দেশী পণ্যের প্রতি যদি আলাদা করে ভালোবাসা থাকে তাহলে বিডিক্রিকটাইম থেকে স্কোর দেখতে পারেন। এই ওয়েবসাইটে একেবারে সাইটের উপরেই লাইভ স্কোর সাজানো আছে। যে দলের ইচ্ছা সেই দল সিকেক্ট করে বিস্তারিত স্কোর এবং বল বাই বল আপডেট দেখতে পাবেন।

এখন দেখুন –

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে লাইভ স্কোর

আপনার যদি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট সবচেয়ে বেশী অথেনটিক, সবচেয়ে ভালো, তাহলে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট থেকে বাংলাদেশের খেলার স্কোর দেখে নিতে পারেন। বিসিবি সম্পর্কে যা কিছু জানতে চান, সব এখানে পাবেন। লাইভ স্কোরের জন্য আলাদা পেজ আছে। খেলার খবরের জন্য এর চেয়ে ভালো অপশন আর, কি ই বা হতে পারে।

এখন দেখুন –

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

admin

Author: admin

বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

icc t20 world cup 2022 warm up matches

বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান

বাংলাদেশ বনাম পাকিস্তান পরিসংখ্যান দেখে জেতার আশা করাটা বোকামি, তবে টি২০ ক্রিকেটে যেকোন দলের সুযোগ আছে জেতার। আর, বাংলাদেশের সাথে
icc t20 world cup 2022 warm up matches

বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট পরিসংখ্যান

বাংলাদেশ বনাম ভারত পরিসংখ্যান দেখে জেতার আশা করাটা বোকামি, তবে টি২০ ক্রিকেটে যেকোন দলের সুযোগ আছে জেতার। আর, বাংলাদেশের সাথে
টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। এর আগে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল। ১৬ দলের অংশগ্রহণে এই
icc t20 world cup 2022 warm up matches

আইসিসি টি ২০ বিশ্বকাপ ২০২২ ওয়ার্ম আপ ম্যাচ এর সময়সূচি

আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২ ওয়ার্ম-আপ ম্যাচের সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী) ১০ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরাত,

Leave a Reply