গল্প সুদ আফছানা খানম অথৈ

1

গল্প
সুদ
আফছানা খানম অথৈ

এক ব্যবসায়ী বিপদে পড়ে এক ইহুদীর কাছ থেকে সুদের উপর কিছু টাকা কর্জ নিলেন।কথা ছিল একমাস পর সুদে আসলে একসাথে পরিশোধ করতে হবে।কিন্তু ইহুদী একটা শর্ত দিলো যদি একমাস পর টাকা পরিশোধ করতে না পারে,
তাহলে তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেবে।

ভদ্রলোক রাজী হলেন।কিন্তু একমাস কেটে গেল।তার মালের জাহাজ এক জাগায় আটকা পড়ল।সময়মতো আসতে না পারার কারণে সে তার টাকা পরিশোধ করতে পারলো না।

এবার ইহুদী আদালতে একটা মামলা করলো।এবং তাদের শর্তের কথা জানাল।সবকথা শোনার পর বিচারক রায় দিলেন,
তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেওয়ার জন্য।
এমন সময় তার স্ত্রী আদালতের কাজে একটি আরজি পেশ করলো,
মহামান্য আদালত আমার স্বামীর দেহ থেকে এককেজি মাংস নিতে পারবে।তবে একটা শর্ত?
বলুন কী শর্ত?
আমার স্বামীর দেহ থেকে এককেজি মাংস এককোপে নিতে হবে।বেশিও নিতে পারবে না।কম ও নিতে পারবে না।যদি রাজী থাকেন নিতে পারেন।

এককোপে এককেজি মাংস নেয়া সম্ভব নয়।তাই ইহুদী মাংস নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন।অবশেষে তার শর্ত তুলে নিলেন,এবং মাফ করে দিলেন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্পঃ অনুপমার চোখে ১

গল্পঃ অনুপমার চোখে লেখকঃ বকুল রায় Part 01 ঢাকার ব্যস্ত সড়কগুলো আমার কাছে সবসময় যেন এক রঙিন ক্যানভাস। ছোটবেলা থেকে

গল্প বখাটে আফছানা খানম অথৈ

বখাটে আফছানা খানম অথৈ ফরিদা সবেমাত্র ইন্টারমিডিয়েট এ ভর্তি হয়েছে।রীতিমতো ক্লাস করছে।ইতোমধ্যে অনেকের সাথে সখ্যতা গড়ে উঠেছে।কলেজ লেভেলে পা দিলে

দারোগা বাড়ি (মো.রিমেল)

দারোগা বাড়ি প্রথম পর্ব মো.রিমেল বাড়ি থেকেঅ র্জুন,নিলয়দের আওয়াজ শোনা গেল।নিজেকে রুখতে পারলাম না।দ্রুত একটা গেঞ্জি আর হাফ-প্যান্ট পরে বেরিয়ে

ছোটগল্প:খোকদার বরই গাছ

ছোটগল্প:খোকনদার বরই গাছ মো.রিমেল রহমতপুর গ্রামের সরকারী স্কুলের মাঠের পাশ দিয়ে সোজা একটি রাস্তা গেছে।রাস্তার পূর্ব দিকে খোকনদার বাড়ি।বাড়ির পূর্বদিকে

4 Replies to “গল্প সুদ আফছানা খানম অথৈ”

Leave a Reply