গল্প সুদ আফছানা খানম অথৈ

1

গল্প
সুদ
আফছানা খানম অথৈ

এক ব্যবসায়ী বিপদে পড়ে এক ইহুদীর কাছ থেকে সুদের উপর কিছু টাকা কর্জ নিলেন।কথা ছিল একমাস পর সুদে আসলে একসাথে পরিশোধ করতে হবে।কিন্তু ইহুদী একটা শর্ত দিলো যদি একমাস পর টাকা পরিশোধ করতে না পারে,
তাহলে তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেবে।

ভদ্রলোক রাজী হলেন।কিন্তু একমাস কেটে গেল।তার মালের জাহাজ এক জাগায় আটকা পড়ল।সময়মতো আসতে না পারার কারণে সে তার টাকা পরিশোধ করতে পারলো না।

এবার ইহুদী আদালতে একটা মামলা করলো।এবং তাদের শর্তের কথা জানাল।সবকথা শোনার পর বিচারক রায় দিলেন,
তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেওয়ার জন্য।
এমন সময় তার স্ত্রী আদালতের কাজে একটি আরজি পেশ করলো,
মহামান্য আদালত আমার স্বামীর দেহ থেকে এককেজি মাংস নিতে পারবে।তবে একটা শর্ত?
বলুন কী শর্ত?
আমার স্বামীর দেহ থেকে এককেজি মাংস এককোপে নিতে হবে।বেশিও নিতে পারবে না।কম ও নিতে পারবে না।যদি রাজী থাকেন নিতে পারেন।

এককোপে এককেজি মাংস নেয়া সম্ভব নয়।তাই ইহুদী মাংস নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন।অবশেষে তার শর্ত তুলে নিলেন,এবং মাফ করে দিলেন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রতি দান

রাতে থেকে বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণ,বৃষ্টি থেমেছে সবে। সকাল কখন হয়েছে চম্পা জানে না। চম্পা শুনেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। জ্যোতিষশাস্ত্র

অ্যাথেনার অলৌকিক হার্প

অনেক অনেক বছর আগে, প্রাচীন গ্রিসের এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোরী মেয়ে—নাইরা। সে দরিদ্র ছিল, কিন্তু তার গলায়

নীলচোখা জলপরী

শঙ্খনদী গ্রামের সকাল সবসময় সমুদ্রের শব্দ দিয়ে শুরু হয়। মাটির ঘরগুলোর চালের ফাঁক দিয়ে বাতাস ঢোকে, আর বাতাসের সাথে ভেসে

সময়ের দরজা

মেঘে ঢাকা এক বিকেল। পুরান ঢাকার সরু গলির ভেতরে, ধুলো ধরা এক প্রাচীন বইয়ের দোকানে ঢুকল আরসোহা। ইতিহাসের ছাত্রী সে,

4 Replies to “গল্প সুদ আফছানা খানম অথৈ”

Leave a Reply