গল্প
সুদ
আফছানা খানম অথৈ
এক ব্যবসায়ী বিপদে পড়ে এক ইহুদীর কাছ থেকে সুদের উপর কিছু টাকা কর্জ নিলেন।কথা ছিল একমাস পর সুদে আসলে একসাথে পরিশোধ করতে হবে।কিন্তু ইহুদী একটা শর্ত দিলো যদি একমাস পর টাকা পরিশোধ করতে না পারে,
তাহলে তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেবে।
ভদ্রলোক রাজী হলেন।কিন্তু একমাস কেটে গেল।তার মালের জাহাজ এক জাগায় আটকা পড়ল।সময়মতো আসতে না পারার কারণে সে তার টাকা পরিশোধ করতে পারলো না।
এবার ইহুদী আদালতে একটা মামলা করলো।এবং তাদের শর্তের কথা জানাল।সবকথা শোনার পর বিচারক রায় দিলেন,
তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেওয়ার জন্য।
এমন সময় তার স্ত্রী আদালতের কাজে একটি আরজি পেশ করলো,
মহামান্য আদালত আমার স্বামীর দেহ থেকে এককেজি মাংস নিতে পারবে।তবে একটা শর্ত?
বলুন কী শর্ত?
আমার স্বামীর দেহ থেকে এককেজি মাংস এককোপে নিতে হবে।বেশিও নিতে পারবে না।কম ও নিতে পারবে না।যদি রাজী থাকেন নিতে পারেন।
এককোপে এককেজি মাংস নেয়া সম্ভব নয়।তাই ইহুদী মাংস নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন।অবশেষে তার শর্ত তুলে নিলেন,এবং মাফ করে দিলেন।

চমৎকার লিখেছেন
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।শুভকাননা।
চমৎকার
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন,শুভকামনা।