0
গৌরগোবিন্দের সাথে দেখা হয়না সাতদিন। গৌরগোবিন্দ দেখা হলেই বলে, “কেমন আছ?” বলি ভাল আছি। কিন্তু গৌরগোবিন্দ সন্তুষ্ট হয়না।শেষ পর্যন্ত হাতের মালা খুলে তাকে পরাই তখন সে সন্তুষ্ট হয়।চিন্তা করেছি আবার যেদিন দেখা হবে ডান হাতের মালা, বাম হাতের মালা সব মালা খুলে তাকে পরাব তাতে যদি সে সন্তুষ্ট হয়। গৌরগোবিন্দ’ সাধারণত অল্পতে সন্তুষ্ট হয়না।

0