0
পাকা ধানের ফলন দেখে
বেজায় খুশি চাষী,
সোনালী ধান কাটবে চাষী
মুখে দারুণ হাসি।
ধানের আঁটি নিয়ে আসছে
সোনার তরী ভেসে,
খামার মাঝে ভিড়বে তরী
গোধূলির ওই শেষে।
পাকা ধানের চিত্তাকর্ষক
দিচ্ছে মনে দোলা,
আনবে কেটে উঠান মাঝে
ভরবে চাষী গোলা।
নতুন ধানের পিঠা পায়েস
গড়বে ঘরে ঘরে,
মায়ের হাতের ভাপা পিঠা
খাবে মনটা ভরে।
সন্ধ্যা বেলায় গল্প জামায়
ধানের খড়ে বসে,
পিঠা পায়েস খাচ্ছে সবাই
মেখে খেজুর রসে।
0
ভালো লিখেছেন কবি