0
বিশ্বকাপে —তামিম ছাড়া
হতাশ হলো জাতি,
দাবার চালে বদলে গেলো
বিসিবি বোর্ড রাতি।
খান সাহেবের মান কেড়েছে
জাতির হতাশ করে,
মীর জাফরের ধনুক বিধলো
তামিম গেলো পড়ে।
খান সাহেবের অর্জন গুলো
গেলো সবি ভুলে,
সত্য জানলো যখন জাতি
বিসিবি যে ফুলে!
ওয়ানডে তার সর্বোচ্চ রান
সেরা দ্বিতীয় ম্যাচে,
ক্যামনে তামিম পড়লো তবে
বিসিবির ওই প্যাচে।
ক্রিকেট খেলায় তামিম ছিলো
ছক্কা হাঁকার ছবি,
খান সাহেবের অর্জন জানেন
ক্রিকেট প্রেমী সবি।
এমন ভাবে খান পরিবার
হতাশ কেনো হলো,
জানতে চাই’যে ক্রিকেট প্রেমী
বিসিবি আজ বলো?

0