0
শহর গাঁয়ে জনের মুখে
জয়ধ্বনি যে আজ,
দেশের ভারটা তরুণ নিবে
পরবে মাথায় তাজ।
সুস্থ সুন্দর দেশটা পেতে
তোমরা সবে চাও,
তরুণ কাঁধে বইবে দেশটা
সুযোগ তবে দাও।
নবীন তরুণ এক হয়ে সব
উড়াও মিলে পাল,
জনের আশা পূরণ করবে
ধরো দেশের হাল।
তরুণ হাতে থাকবে ভালো
মোদের বঙ্গ দেশ,
দুর্নীতি আর–চাঁদাবাজির
করবে ওঁরা শেষ।
তরুণ শক্তি তরুণ অগ্নি
তরুণ যুবার দল,
অত্যাচারী বিনাশ করতে
রাখে অসীম বল।
ঝঞ্ঝা বায়ুর গর্জন ওদের
পায় না মৃত্যুর ভয়,
শক্তি তাদের অসীম বলে
ছিনিয়ে নেয় জয়।

0