0
তুমি যখন হাসতে থাক মনে হয় ঐ পাখিগুলো উড়ছে, উড়ে উড়ে কোথায় যেন বসছে । তুমি এমন করে হাস কেন, এমন করে হাসলে কেউ বাঁচতে পারে!
তুমি গতকাল বলেছ আসবে, আসনি, এখন আমাকে ঐ হাসির খোরাক নিয়ে বাঁচতে হচ্ছে। আর যাই কর খুব বেশি হেসোনা, খুব বেশি হাসলে মানুষ বাঁচতে পারবেনা।
তুমি এৃমন করে হাস আমাকে বলেছে ঐ বাড়ির কামাল, সে এখন মরে গেছে না বেঁচে আছে আল্লাই জানে।

0